RG Kar Case: কাটল বিভ্রান্তি, RG কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীই 

Updated : Aug 20, 2024 22:16
|
Editorji News Desk

প্রাথমিক নির্দেশনামায় উল্লেখ না থাকলেও সুপ্রিম কোর্টের রায়ের কপিতে উল্লেখ করা হয়েছে RG কর হাসপাতালের নিরাপত্তায় থাকবেন CISF জওয়ানরা। যদিও কুণাল ঘোষের একটি টুইটের পরেই CISF মোতায়েন করা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল। কিন্তু রায়ের কপি আপলোড হতেই সেই বিভ্রান্তি কেটে যায়। 

মঙ্গলবার RG কর কাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ওই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকবেন CISF জওয়ানরা। কিন্তু এদিন সন্ধে সাড়ে ৬টা নাগাদ একটি টুইট করেন কুণাল ঘোষ। সেখানে তিনি লেখেন, RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে না। এরপরেই প্রশ্ন উঠছিল তাহলে কি নির্দেশ বদল করেছে সুপ্রিম কোর্ট? যদিও পরে জানা যায়, নির্দেশে কোনও বদল করা হয়নি। প্রাথমিক নির্দেশনামায় নিরাপত্তার বিষয়টি উল্লেখ না থাকলেও রায়ের কপিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য মঙ্গলবারই দেশের শীর্ষ আদালতের নির্দেশের পর হাসপাতালে পৌঁছেও গিয়েছেন CISF জওয়ানরা। হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তাঁরা। পাশাপাশি 'পজিশন'ও বুঝে নেন। 

এক্স হ্যান্ডেলে কী লিখেছিলেন কুণাল ঘোষ? 
"নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, RG কর-এ কোনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে না। আগের সিদ্ধান্ত বদল করল সুপ্রিম কোর্ট।"   

RG কর কাণ্ডে মঙ্গলবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে ওই মামলার শুনানি হয়। সেখানে CBI-এর কাছ থেকে স্টেটাস রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বিচারপতি। এর পাশাপাশি টাস্ক ফোর্স গঠন এবং চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি নিয়েও মন্তব্য করেছে বিচারপতিদের বেঞ্চ। 

CISF

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন