ঐতিহাসিক মুহূর্ত। ১২১ বছরের চির চেনা ছবি রাতারাতি গেল বদলে। ময়দান মেট্রোর সামনে চৌরঙ্গী রোডের লালরঙা কনক বিল্ডিং থেকে সরল সিটি ব্যাংকের সাইনবোর্ড। সেখানেই ১৯০২ সালে ভারতের প্রথম বিদেশি ব্যাংক হিসেবে যাত্রা শুরু করেছিল সিটি ব্যাংক। ২০২১ সালেই অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে হাত মিলিয়েছে সিটি ব্যাংক। আর তার জেরেই সরিয়ে নেওয়া হল সিটির সাইনবোর্ড।
জানা যাচ্ছে, কনকের সাইনবোর্ডে এবার সিটির পাশাপাশি থাকবে অ্যাক্সিসের লোগো এবং নামও। অন্যত্রও সমস্ত শাখায় এই বদল আসবে। তবে দুই ব্যাংকেরই আশ্বাস এই অধিগ্রহণেরজেরে গ্রাহক পরিষেবায় কোনও খামতি হবে না।