সিভিক ভলান্টিয়ার ভাল কাজ করলে পুলিশে স্থায়ী চাকরির সুযোগ পাবেন। নবান্নে রাজ্যের প্রশাসনিক কর্তাদের বৈঠকে প্রস্তাব দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই প্রস্তাব শর্তসাপেক্ষ। স্বরাষ্ট্র দফতরের কর্তাদের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন থানায় অনেক কনস্টেবল পদ খালি। আগামী দিনে শূন্য পদের সংখ্যা আরও বাড়বে। সেখানে দক্ষ সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা যায় কি না তা ভাবার জন্য স্বরাষ্ট্র দফতরকে পরামর্শ দিয়েছেন মমতা। তবে এ ক্ষেত্রে তিনটি শর্তের কথা বলা হয়েছে।
India Vs Australia : ইনদৌর টেস্টের আগে এবার প্রশ্নের মুখে মিচেল স্ট্রার্কের ফিটনেস
শূন্য পদ থাকতে হবে, সিভিক ভলান্টিয়ারকে যোগ্য হতে হবে এবং তাঁদের নাম নাম উর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করতে হবে। মূলত এই তিনটে শর্ত পূরণ হলেই সিভিক ভলান্টিয়ারের স্থায়ী চাকরির সম্ভাবনার কথা ভাবছে নবান্ন।