বিটি রোডের সিঁথির মোড়ে আন্দোলনরত পড়ুয়াদের মাঝে বাইক দিয়ে ঢুকে পড়ার ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল পুলিশ। তাঁর নাম গঙ্গাসাগর গোঁন্দ। তাঁকে চাকরি থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও RG কর কাণ্ডের পর এখনও সিভিক ভলান্টিয়ারদের একাংশ কেন সচেতন নয় সেই নিয়ে উঠছে প্রশ্ন।
RG কর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাতে পথে নেমেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত ওই কর্মসূচি নেওয়া হয়েছিল। অভিযোগ, শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ গঙ্গাসাগর নামে ওই সিভিক ভলান্টিয়ার বাইক নিয়ে পড়ুয়াদের আন্দোলনস্থলে ঢুকে পড়েন। এবং সেই সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন।
পড়ুয়ারা জানিয়েছেন, প্রথমে বাইকটিকে আটকান তাঁরা। অভিযোগ, সেইসময় উপস্থিত ছিলেন এক পুলিশ অফিসার। তাঁকে বিষয়টি জানালে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। উলটে অভিযুক্তকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনার পর পথ অবরোধ করেন আন্দোলনকারীরা। সকাল ৯টা পর্যন্ত অবরোধে সামিল হন তাঁরা। এরই মধ্যে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে থানায় FIR দায়ের করেন তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে।
RG কর কাণ্ডে ইতিমধ্যে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। তারপর থেকে সিভিক ভলান্টিয়ারদের কর্মপদ্ধতি এবং ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়। তারপর আজ ভোরে সিঁথির মোড়ের ঘটনায় ফের একই প্রশ্ন বারবার তুলছেন বিক্ষোভকারীরা। তাঁদের প্রশ্ন, কার জন্য সিভিক ভলান্টিয়াররা এত বেশি ক্ষমতা পাচ্ছে।