রাজ্যের প্রাথমিক পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ। সিভিক ভলান্টিয়াররা তাদের শেখাবেন অঙ্ক এবং ইংরাজি। বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে, যার নাম 'অঙ্কুর'। একটি বেসরকারি সংস্থার সহায়তায় প্রকল্পটি চলবে। অঙ্ক ও ইংরাজিতে পড়ুয়াদের দক্ষতা বাড়ানোর জন্যই এই উদ্যোগ। স্কুলে পড়া শেষ হওয়ার পর বিশেষ ক্লাস নেওয়া হবে। যার জন্য ইতিমধ্যেই ১৫০ জন সিভিক ভলান্টিয়ারকে বাছাই করা হয়েছে। মোট ৫৫'টি কেন্দ্রকে বাছাই করা হয়েছে যেখানে প্রকল্পটির রূপায়ণ হবে।
যদিও, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন এই বিষয়ে তাঁদের মতামত প্রাথমিকভাবে নেওয়া হয়নি। তিনি আরও বলেন, প্রকল্পটি এখনই চালু করা যাবে না।