লোকসভা নির্বাচনের আগেই কার্যকর হচ্ছে কলকাতা ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের নয়া বেতন। সোমবার এক বিজ্ঞপ্তি একথা জানাল নবান্ন। গত বাজেট অধিবেশনে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। সেই মতোই এই মাস থেকে তা কার্যকর হতে চলেছে। পাশাপাশি বর্ধিত হারেই বেতন পাবেন গ্রামীণ পুলিশের ভলান্টিয়ারাও।
সদ্য শেষ হওয়া রাজ্য বাজেটে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় তিনি জানিয়েছিলেন, এরজন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করেন নবান্ন জানিয়েছে, এই মার্চ মাস থেকে হাজার টাকা বেতন বৃদ্ধি হচ্ছে।
চার বছর আগে থেকেই ভলান্টিয়ারদের বোনাস দেওয়া হত। সেইসময় বোনাসের অর্থ ছিল ২ হাজার টাকা। এই বছরের গোড়ায় জানানো হয়, এবার থেকে বোনাস দেওয়া হবে পাঁচ হাজার তিনশো টাকা।