জমি নিয়ে বচসার জেরে প্রোমোটারের দলবলের সঙ্গে সংঘর্ষ বাঁধল গ্রামবাসীদের একাংশের। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানার পোলগুস্তিয়া এলাকায়। এমনকি বোমাবাজি এবং গুলি চালানোরও ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালের এই ঘটনায় কয়েকজন মহিলা আহত হয়েছেন।
পোলগুস্তিয়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় একটি বহুতলের নির্মাণকাজ চলছে। কিন্তু প্রমোটাররা আশপাশের আরও জমি দখলের চেষ্টা করছে। অভিযুক্ত ওই প্রমোটারের নাম দিলীপ চোংদার। মঙ্গলবার সকালে দলবল নিয়ে ফের জমি দখল করতে গিয়েছিলেন ওই প্রমোটার। অভিযোগ, সেসময় গ্রামবাসীরা বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বোমাবাজিও হয় বলে খবর পাওয়া গেছে।
ঘটনার জেরে এক মহিলা সহ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।