সরস্বতী পুজোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। তার জেরে অশান্তি ছড়ালো নন্দীগ্রামের সীতানন্দ কলেজ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, ওই কলেজে এবার দুটি সরস্বতী পুজো হচ্ছে। একটির উদ্যোক্তা TMCP এবং অপর একটি পুজো করছে ABVP।
কী কারণে অশান্তি?
অভিযোগ, ABVP মণ্ডপের সামনে লাগানো দলীয় পতাকা খুলে ফেলে TMCP। তার প্রতিবাদ করলেই মারধর করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের তরফে পালটা দাবি করা হয়েছে, ABVP-র পড়ুয়ারা কোনও কারণ ছাড়াই ঝামেলা করছে।
এদিকে এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যোগমায়া দেবী কলেজে সংঘর্ষ
অন্যদিকে কলকাতার যোগমায়া দেবী কলেজেও TMCP এবং DSO-র মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। DSO-র অভিযোগ, কলেজে ঢোকার সময় তাঁদের মারধর করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করে TMCP।