শনিবার হঠাৎ করে উত্তপ্ত ভাঙড়। অভিযোগ শাসক তৃণমূল এবং আইএসএফ সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। বোমাবাজির অভিযোগ করা হয়েছে। তবে খুব দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। শুক্রবার রাত থেকেই এলাকায় গুলি চলার অভিযোগ ওঠে। তৃণমূলের অভিযোগ শুরু করেছিলেন আইএসএফ সমর্থকরা। অভিযোগ উড়িয়ে এদিন পথ অবরোধ করে আইএসএফ। তখন নতুন করে সংঘর্ষ হয় বলে অভিযোগ।
অভিযোগ, জোর করে পথ অবরোধ হঠিয়ে দেয় তৃণমূল। তাতেই ক্ষুব্ধ হন আইএসএফ কর্মী-সমর্থকরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পালটা তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁদের উপর হামলা চালায় বলেও দাবি আইএসএফের। মুড়ি মুড়কির মতো বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। আইএসএফের দাবি, তাদের ৬ জন কর্মী-সমর্থক জখম হয়েছেন। তৃণমূলেরও বেশ কয়েকজন জখম হয়েছেন বলেই পালটা দাবি ঘাসফুল শিবিরের। তারা প্রত্যেকেই জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি রয়েছেন।’