জমির দখল নিয়ে উত্তপ্ত বাঁকুড়ার বিষ্ণুপুর থানার সোনারডাঙা। দু পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন মোট পাঁচ জন। তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষের তরফেই বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
কী নিয়ে বিবাদ?
জানা গিয়েছে সোনারডাঙা এলাকায় তিন বিঘে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু। মুক্তার মল্লিক নামে এক ব্যক্তির পরিবারের সঙ্গে বিবাদ ছিল লাউবাগান গ্রামের বাসিন্দা মুজিবর মল্লিকের পরিবারের। ওই জমি নিজেদের বলে দাবি করে রবিবার সকালে দখল নিতে গিয়েছিলেন মুজিবরের পরিবারের সদস্যরা। অভিযোগ সেসময় হামলা চালায় মুক্তারের পরিবার।
যদিও মুক্তারের পরিবার পালটা অভিযোগ করেছেন। বিনা কারণে তাঁদের উপর হামলা চালানো হয়েছে বলে দাবি। ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তার মল্লিক জানিয়েছেন, ওই তিন বিঘা জমি তাঁদের। চাষ করার সময় তাঁদের উপর হামলা চালানো হয়েছে। কাটারি, রড দিয়ে মারধর করা হয়েছে। অন্যদিকে মুজিবরের দাবি, ওই জমির মালিক তাঁরা। রবিবার সকালে তাঁরা চাষ করতে গেলে মারধর করা হয়।