উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ফের সামনে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। তার জেরে বুধবার দু পক্ষের মধ্য়ে সংঘর্ষে আহত কমপক্ষে ১০ জন। স্থানীয় উত্তর চাঁদপুর এলাকায় সরকারের দুয়ারে রেশন প্রকল্পকে কেন্দ্র এদিন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য়ে আসে। অভিযোগ কোন পাড়ায় বুধবার রেশন দেওয়া হবে, তা নিয়ে প্রথমে ঝামেলা শুরু হয়। এরমধ্যেই বেরিয়ে আসে বাঁশ, লাঠি, রড। শুরু হয় দু পক্ষের মধ্যে ঝামেলা।
স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু পুলিশের সামনেও চলে দু পক্ষের মারপিট। জানা গিয়েছে, এদিন কোন পাড়ায় রেশন দেওয়া হবে, তা নিয়ে সকালেই একপ্রস্থ বচসা হয়েছিল রেশন ডিলারের সঙ্গে। উত্তেজনা বাড়ে একটা টেলিফোন করাকে কেন্দ্র করে। দুই পাড়ার বিবাদ মেটাতে আসেন স্থানীয় এক পঞ্চায়েত সদস্য। অভিযোগ ওই পঞ্চায়েত সদস্যের উস্কানিতেই অপর পাড়ার উপর হামলা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওই পঞ্চায়েত সদস্য।