কলকাতার বেহালার পর নদিয়ার তেহট্ট। পথ দুর্ঘটনায় মৃত্যু চতুর্থ শ্রেণির পড়ুয়ার। দুর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দারা। গাড়িটিকে আটক করেছে পলাশিপাড়া থানার পুলিশ। চালক পলাতক।
পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম রবিউল শেখ। বয়স ১২। স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যায় কুলগাছি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রবিউল রাস্তার পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। একটি পিক-আপ ভ্যান তাঁকে ধাক্কা মেরে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। যার জেরে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে পলাশিপাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন: হোটেলের ঘরে উদ্ধার বিজেপি নেতার দেহ, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের
এরপরই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ।