ফোনের আসক্তিতে বকা দিয়েছিল মা। তাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল মেয়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কাশীপুরের বাউনিয়ে ঘোষপাড়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃত নাবালিকার মিলি অষ্টম শ্রেণির ছাত্রী (Class 8 Student) ছিল। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ফোনে অতিরিক্ত আসক্তি ছিল ওই পড়ুয়ার। পড়াশোনায় ক্ষতি হচ্ছিল। পড়াশোনায় মন না বসায় মা বকাবকি করে। তার পরিণতিতে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলবে ভাবতে পারেনি বাড়ির কেউই।
আরও পড়ুন: 'দিদির কথা অনুযায়ী কাজ করবেন শোভন', নবান্ন থেকে বেরিয়ে জানালেন বৈশাখী
ফোনে আসক্তির কারণে মাঝেমাঝেই মেয়েকে শাসন করত মা। অষ্টম শ্রেণির ছাত্রী যে এই কাণ্ড ঘটিয়ে ফেলবেন, ভাবতে পারেনি কেউই। আকষ্মিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার। মৃতদেহ উদ্ধার করে কাশীপুর থানার পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্য কোনও কারণও এই আত্মহত্যা কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।