মাসির বাড়ি বেড়াতে এসে রহস্যমৃত্যু । বাড়ির ২১ তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হল এক কিশোরের (Belur Student Death) । মৃতের নাম আনন্দ উপাধ্যায় । দশম শ্রেণির ছাত্র । ২১ তলার বারান্দা থেকে কীভাবে নীচে পড়ে গেল আনন্দ, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গিয়েছে, বেলুড়ের অভয় গুহ রোডের বাসিন্দা ওই কিশোর শুক্রবার তোপসিয়ায় মাসির বাড়িতে আসে । তার মা ও ভাইও সঙ্গে এসেছিল । পরিবারের তরফে জানানো হয়েছে, দুপুরে খাওয়া-দাওয়ার পর সবাই গল্প করছিল । এরই মধ্যে একবার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় আনন্দের । এরপর আনন্দ ওই ঘর থেকে বেরিয়ে যায় । এর কিছুক্ষণ পর কিছু একটা ভারী জিনিস পড়ার আওয়াজ পায় সবাই । তাঁরা গিয়ে দেখেন বহুতলের নীচে পড়ে রয়েছে আনন্দের রক্তাক্ত দেহ (Student Fall from building)। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনার খবর পেয়েই সেখানে আসেন ৬১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ।
জানা গিয়েছে, আনন্দের বাবা লোহার ব্যবসায়ী । পরিবারের তরফে জানানো হয়েছে, বছর দেড়েক আগে ব্রেন টিউমার অপারেশন হয় আনন্দের । মৃতের এক মাসতুতো দাদা জানান, বিকেলে টিউশন পড়া ছিল আনন্দের । তাই দুপুরে খাওয়া-দাওয়ার আনন্দের মা তাকে বাড়ি যেতে বলে । এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় । রেগে গিয়ে আনন্দ অন্য ঘরে চলে যায় । তারপরই এই দুর্ঘটনা ।
কীভাবে ওই কিশোর বারান্দা থেকে নীচে পড়ে গেল, তা নিয়েই প্রশ্ন উঠছে । আবাসন চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ট্যাংরা থানার পুলিশ । আবাসনের কর্মীদের সঙ্গেও কথা বলছেন ।