বহরমপুরের কলেজছাত্রী সুতপা চৌধুরীর খুনে নয়া মোড়। পুলিশের হাতে এবার এল একটি ফেসবুক পোস্ট। 'তপন ওয়াইটি' নামে একটি প্রোফাইল থেকে সুশান্ত ও সুতপার বেশ কিছু 'ঘনিষ্ঠ' ছবি পোস্ট করে অভিযোগ করা হয়েছে সুতপা চৌধুরীর বাবা স্বাধীন চৌধুরীর দিকে। কারণ, সুতপা খুনের পর থেকেই স্বাধীনবাবুর অভিযোগ ছিল, তাঁর মেয়েকে ক্রমাগত উত্যক্ত করত অভিযুক্ত সুশান্ত। এমনকি, সুশান্ত'র বিরুদ্ধে তিনি যে ইংরেজবাজার মহিলা থানায় অভিযোগ করেছিলেন, সেই তথ্যেরও উল্লেখ আছে ফেসবুকের এই প্রোফাইলে।
পুলিশের কাছে আসা ফেসবুকের এই তথ্য নিয়েই মালদহে সুতপার বাবা স্বাধীন চৌধুরীকে পাল্টা প্রশ্ন করা হয়েছে। কারণ, পুলিশি জেরায় সুশান্ত দাবি করেছিল, সুতপার সঙ্গে তার বিয়ে হয়ে গিয়েছিল। 'তপন ওয়াইটি' নামের ওই ফেসবুক প্রোফাইল থেকে ভাইরাল হওয়া ছবি থেকে সুশান্ত-সুতপার ছবি দেখে ঘনিষ্ঠতার ইঙ্গিত মিলছে।
এই পরিস্থিতিতে তদন্তকারীদের দাবি, সুতপাকে ফোন করার সময় সুশান্ত এমন কোনও এক সফটওয়্যার ব্যবহার করত যার ফলে তারকে ট্র্যাক করা যেত না ও তার কল ব্লক করা যেত না। এই পরিস্থিতিতে শনিবারও আদালত থেকে বেরিয়ে নিজের দোষ কবুল করছে সুশান্ত। অভিযোগ করেছে, ‘‘মেয়ের মা, মেয়ের বাবা সবাই মিলে আমায় মেন্টালি ক্র্যাক করে দিয়েছিল, তাই আমি মেরেছি।’’