দেউচা পাঁচামি প্রকল্পের কাজ আটকাতেই রামপুরহাটে ষড়যন্ত্র (Rampurhat Violence) করা হয়েছে। বীরভূম হত্যাকাণ্ডের (Birbhum Genocide) ঘটনায় এই ভাষাতেই বিরোধীদের আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পালটা জবাব বিজেপির (BJP)। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, তৃণমূল তৃণমূলের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে।
বীরভূমের বগটুই গ্রামে হিংসার ঘটনায় নিন্দায় সরব হয়েছে গোটা দেশ। ভয়ঙ্কর হত্যাকাণ্ড নিয়ে এবার ষড়যন্ত্রের অভিযোগ খোদ মুখ্যমন্ত্রীর। তাঁর বিস্ফোরক অভিযোগ, "দেউচা-পাঁচামি যাতে না হয়, তার জন্য রামপুরহাট করা হয়েছে।" রামপুরহাট থেকে ৩০ কিলোমিটার দূরে মহম্মদবাজারের দেউচা-পাঁচামি কয়লা প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গিয়েছে। সেই প্রকল্প নিয়ে কয়েকদিন ধরেই শাসক-বিরোধী তরজা চলছে। সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা বীরভূমে ১ লক্ষ চাকরি করে দিতে চাইছি। মৃতদেহ নিয়ে রাজনীতি করছে, চায় না এখানে কর্মসংস্থান হোক।"
আরও পড়ুন: দেশজুড়ে বনধের ডাক, সকাল থেকেই বিক্ষোভ, বিক্ষিপ্ত অশান্তি
মুখ্যমন্ত্রীর অভিযোগের পরই পালটা অভিযোগ বিরোধীদের। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানান, বিরক্তি ও হতাশা থেকেই মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে বলছে। ঘটনাস্থল পরিদর্শন না করে সূচপুরের প্রসঙ্গ টানেন ফিরহাদ হাকিম। তার পাশে বসেই ষড়যন্ত্রের কথা বলছেন মুখ্যমন্ত্রী।