এবার গোবিন্দভোগ চাল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তিনি জানিয়েছেন, এই চালের রফতানিতে যে শুল্ক বসিয়েছে কেন্দ্র, তা পুরোপুরি মুকুব করা হোক। বর্তমানে এই চাল বিদেশে রফতানি করতে গেলে ভারত সরকারকে ২০ শতাংশ শুল্ক দিতে হয়।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর দাবি, গোটা দেশে পুজোর ভোগ হিসেবে এই চাল জনপ্রিয়। ইউরোপ ও আরবের দেশগুলিতেও এই চালের জনপ্রিয়তা আছে। সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, কাতার, ওমান, বাহরাইনে গোবিন্দভোগ চালের বিপুল চাহিদা আছে। তাই ওই দেশগুলিতে গোবিন্দভোগ রফতানিতে উৎসাহ দিয়েছে রাজ্য সরকার। ২০১৭ সালে গোবিন্দভোগ চালের জিওগ্রাফিকাল ইন্ডিকেশন বা জিআই স্বীকৃতি পেয়েছে এই সুগন্ধি চাল। অন্য চালের MSP-এর থেকে অনেকটাই বেশি দাম গোবিন্দভোগের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বুধবার চিঠি লিখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চাহিদা থাকা সত্ত্বেও ব্যবসা মার খাচ্ছে। তার কারণ কেন্দ্রের শুক্ল। যার ফল ভুগছেন কৃষকরা গত ৮ সেপ্টেম্বর থেকে গোবিন্দভোগ চালের উপর ২০ শতাংশ আবগারি শুল্ক চাপিয়েছে কেন্দ্র। যার ফলে বিদেশে চাল রফতানিতে ক্ষতি হচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। অথচ বাঁশমতির উপর থেকে ২০ শতাংশ আবগারি শুল্ক মুকুব করা হয়েছে। তাই এই চালের উপর থেকেও শুল্ক মুকুবের আর্জি করেছেন মুখ্যমন্ত্রী।