কেন্দ্র যদি আবাস যোজনার টাকা না দেয়, তা হলে রাজ্য সরকারই ১১ লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা দেবে। বৃহস্পতিবার রাজ্য বাজেটের পর সাংবাদিক বৈঠকে এমনই জানালেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ। টানা আন্দোলন করছে তৃণমূল। রেড রোডের ধর্না থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আগামী ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষ শ্রমিককে রাজ্য সরকার বকেয়া টাকা মিটিয়ে দেবে রাজ্য। এবার বাজেটে বাড়ি তৈরির অর্থ বরাদ্দের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রকে আগামী এপ্রিল মাস পর্যন্ত সময় বেঁধে দেওয়া হচ্ছে। যদি দিল্লি টাকা না দেয়, তা হলে রাজ্য সরকারই সেই টাকা দেবে। ১ মে থেকে সেই টাকা দিতে শুরু করবে নবান্ন।