রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে হাসিমারায় সুভাষিনী চা বাগানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তরবঙ্গে উন্নয়নের বিবরণ দেওয়ার পাশাপাশি কেন্দ্রেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সরকারি প্রকল্পগুলিতে জেলা কতটা উপকৃত তার খতিয়ানও তুলে ধরেছেন তৃণমূল সুপ্রিমো।
Nadia Murder: মায়ের সামনেই ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ, পলাতক প্রতিবেশী
১০০ দিনের কাজে টাকা না পাওয়া থেকে , রাজ্যেকে বঞ্চনা, সব নিয়েই কেন্দ্রকে তুলোধোনা করতে শোনা যায় তাকে। মমতা বন্দোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যকে বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। সারির দোকানেও ট্যাক্স লাগে, নকুলদানা কিনতে গেলেও ট্যাক্স লাগবে, আর সেটাও কেন্দ্র নিয়ে যায়। রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, ‘আমি ভিক্ষে চাইব না, আমি ভিক্ষে চাওয়ার লোক নই। ভিক্ষে চাইতে হলে মানুষের কাছে চাইব’ । আবাস যোজনার ১১ লক্ষ বাড়ি তৈরির টাকাও কেন্দ্র দেয়নি। পরবর্তীতে নিজেদেরটা নিজেরাই লড়াই করে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।