১০০ দিনে কাজে (Manrega) টাকা বন্ধ করে রেখে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূল নেত্রী (Tmc Suprimo) তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শনিবার দুর্গাপুরে (Durgapur) তাঁর অভিযোগ, গত ডিসেম্বর মাস থেকে ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। গত পাঁচ মাস ধরে কেন্দ্র নোংরা রাজনীতি করছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্য়মন্ত্রীর দাবি, রাজ্যের গরীব মানুষ দিন আনেন দিন খায়। তাঁরা কাজ করছেন অথচ পয়সা পাচ্ছেন না। মমতার হুঁশিয়ারি, এভাবে মানুষের প্রাপ্য় টাকা আটকে রাখা যাবে না।
কেন্দ্রের এই বঞ্চনার প্রতিবাদে আগামী পাঁচ এবং ছয় জুন রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলেন নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। দুর্গাপুরেই তিনি জানিয়েছেন, অবিলম্বে ১০০ দিনের কাজের টাকা দিতে হবে। না-হলে তিনি কলকাতা থেকে দিল্লি সর্বত্র আন্দোলনে ছড়িয়ে দেবেন। এদিন তৃণমূল নেত্রী জানান, পাঁচ ও ছয় তারিখ কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে পথে নামবে তৃণমূল। প্রতিটি বুথে বুথে মিছিল হবে। গ্রাম তো বটেই শহরাঞ্চলেও প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস।
সোমবার পুরুলিয়ায় সভা করবেন মুখ্যমন্ত্রী। তার আগে দুর্গাপুরে দাঁড়িয়ে আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জেতানোর জন্য শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে জুন মাসে শেষ সপ্তাহে আসানসোলে জনসভা করবেন তিনি।