BGBS 2022: শিল্পপতিদের পিছনে এজেন্সি লাগানো চলবে না, বাণিজ্য মঞ্চে রাজ্যপালকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

Updated : Apr 20, 2022 17:30
|
Editorji News Desk

একমঞ্চে রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তাই সবার আগ্রহ ছিল এই মঞ্চ থেকে রাজ্যপালকে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী। কারণ, রাজ্য়ের একাধিক ইস্যুতে গত কয়েকদিন ধরেই তাঁদের মধ্যে যে চাপান-উতোর চলছে, মূলত সেই দিক থেকে বাণিজ্য সম্মেলনে মঞ্চ ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। সেই মঞ্চ থেকেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অনুরোধ, "দেখবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই যাতে রাজ্য়ের শিল্পপতিদের বিরক্ত না করেন।" ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যপালকে এই অনুরোধ করে ঘুরিয়ে বিজেপিকেই বিঁধলেন মুখ্যমন্ত্রী। 

এদিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে শুরুতে রাজ্যের প্রশংসা করেন রাজ্যপাল। তিনি জানান, রাজনৈতিক বিভেদ ভুলে ও উন্নয়নের কথা ভেবে এগিয়ে আসা উচিত রাজ্যের। কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে সংঘাত, তা নিয়েই এই মন্তব্য করেন রাজ্যপাল। এদিন বাণিজ্য সম্মেলনের শেষে তার জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, "কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সব রকম সাহায্য আমরাও পেতে চাই। তবে শিল্পপতিদের তরফে রাজ্যপালের কাছেও আমারও একটি অনুরোধ আছে। অনুরোধ এই যে, শিল্পপতিদের যেন কেন্দ্রীয় সংস্থা মারফৎ কোনওরকম হেনস্তা না করা হয়। রাজ্যপালও যেন বিষয়টি কেন্দ্রকে জানান।"

আরও পড়ুন:  ১০ বছরে বাংলায় ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ, ২০-২৫ হাজার কর্মসংস্থান, ঘোষণা আদানির

বুধবার থেকে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। প্রথম দিনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যমন্ত্রী মমতা। সম্মেলনে এসে রাজ্যের প্রশংসাও করেন ধনখড়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার শিল্প ও উন্নয়নের প্রশংসা করেন। কিন্তু কেন্দ্র ও রাজ্যের সংঘাত নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যপাল। সম্মেলনের শেষে এই নিয়ে রাজ্যপালকে খোঁচা দেন মুখ্যমন্ত্রী।

BGBSChief MinisterMamata BanerjeeJagdeep Dhankar

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন