আগামী বছর ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। সেই জানুয়ারিতেই মকর সংক্রান্তিতে দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে গঙ্গাসাগর মেলা। এবার সেই মেলার আয়োজন নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ ডিসেম্বর বেলা ১২টায় নবান্ন সভাঘরে রাজ্যের ১৫ জন প্রথম সারির মন্ত্রীকে এই বৈঠকে ডাকা হয়েছে। এছাড়াও ১৮টি দফতরের সচিবদেরও হাজির থাকতে বলা হয়েছে। গঙ্গাসাগরের স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও বৈঠকে যোগদানেন আমন্ত্রণ করা হয়েছে।
রাজ্যের কারিগরি দফতর বিশেষত এই গঙ্গাসাগর মেলার আয়োজন করে। বৈঠকে তলব করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত, তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তীকে। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের একাধিক দফতরের সঙ্গে জেলা প্রশাসন কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করবে। সেই জন্যই এই বৈঠক ডাকা হয়েছে নবান্নের পক্ষ থেকে।