কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে অবশেষে মুখ খুললেন বাংলার মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য বিধানসভায় তাঁর অভিযোগ, অগ্নিপথ আসলে বিজেপির ক্যাডার তৈরির প্রকল্প। তারাই ভোট লুট করতে সাহায্য করবে। পার্টি অফিসে পাহারা দেবে। বিজেপি আসলে গুন্ডা তৈরি করতেই চার বছরের এই ললিপপ দিয়েছে। এদিন বাদল অধিবেশনে যোগ দিতে বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী। নূপুর শর্মা থেকে শুরু করে সাম্প্রতিক বুলডোজার বিতর্ক নিজের মত স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কেন্দ্র তরুণদের স্থায়ী চাকরি দিলে আলাদা কথা। কিন্তু অগ্নিপথ আসলে চার বছরের ললিপপ। কেন্দ্রের এই ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তাঁর অভিযোগ, চার বছর পর তো এই যুবকদের কাছে আগ্নেয়াস্ত্রের অনুমোদন থাকবে। তার পর তারা কী করবে? বিজেপি কি তা হলে গুন্ডা বানাচ্ছে।
চার বছরের জন্য সেনায় চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র। যার প্রতিবাদে গত কয়েকদিন ধরে উত্তাল হয়েছে দেশের নানা প্রান্ত। বিরোধিতায় সরব কংগ্রস-সহ একাধিক বিরোধী দল। রবিবার থেকে দিল্লিতে সত্যাগ্রহ শুরু করেছে কংগ্রেস। এবার কেন্দ্রের এই নীতির সমালোচনায় সরব হলেন তৃণমূল নেত্রীও।
রবিবারই মধ্যপ্রদেশের ইন্দৌরে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী দাবি করেছিলেন, অগ্নিপথে যাঁরা চাকরি পাবেন, তাঁদের পরবর্তী সময়ে বিজেপির দলীয় কার্যালয়ে নিয়োগ করা হবে। এদিন বিধানসভায় বিজেপি নেতার এই মন্তব্য়কেই হাতিয়ার করেন মমতা। ত্রিপুরাতেও কৈলাসের অগ্নিবীর মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অগ্নিবীর নিয়ে বিজেপি নেতা যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়, তৃণমূলের কোনও নেতা এমন কাজ করলে তাঁকে বহিষ্কার করা হত।’’