মাধ্যমিক পরীক্ষার্থীর হাতির হামলায় মৃত্যু। ঘটনায় সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার জলপাইগুড়িতেই ঘটনাটি ঘটেছে। উত্তরবঙ্গ থেকে কলকাতা আসার পথে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। জানান, মর্মান্তিক ঘটনা।
মুখ্যমন্ত্রী বলেন, "জলপাইগুড়িতে যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। প্রশাসনকে নির্দেশ দিয়েছি, যাতে নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষার আয়োজন করা যায়, সেই ব্যবস্থা করতে।" সূত্রের খবর, ঘটনার পরই জলপাইগুড়ির জেলাশাসক, বন দফতরের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা জানতে চান।
বৃহস্পতিবার জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের মহারাজ ঘাট এলাকায় মাধ্যমিক পরীক্ষা দিতে বাবার সঙ্গে বেরোন অর্জুন দাস নামে এক পরীক্ষার্থী। সেই সময় হামলা চালায় হাতিটি।