রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের ১ জানুয়ারি থেকে বর্ধিতহারে মহার্ঘভাতা মিলবে।
বৃহস্পতিবার বড়দিনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই DA দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এতদিন পর্যন্ত ৬ শতাংশ হারে DA পেতেন রাজ্য সরকারি কর্মীরা। এবার তার সঙ্গে যুক্ত হল আরও ৪ শতাংশ। অর্থাৎ এবার মোট ১০ শতাংশ DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকরী হবে।