গ্রামে থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) দেখা পেলেন না নিহত উপপ্রধান ভাদু শেখের পরিবারের সদস্যরা। এই ঘটনায় কিছুটা হলেও ক্ষুব্ধ ভাদুর স্ত্রী কেবিলা বিবি। তার কথায়, ‘‘তৃণমূল(TMC) করতে গিয়েই আমার স্বামী খুন হয়েছে। দিদি(Mamata Banerjee) গ্রামে এসে আমাদের সঙ্গে দেখা করবেন ভেবেছিলাম। কিন্তু কেন এলেন না, জানি না।’’
সোমবার রাতে খুন হন উপপ্রধান ভাদু শেখ। মঙ্গলবার তাঁর দেহ কবরস্থ করার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রাম ছেড়ে চলে যান ভাদুর পরিবারের সদস্যরা। অবশ্য মুখ্যমন্ত্রী আসার আগেই বৃহস্পতিবার সকালেই কড়া পুলিশী প্রহরায়(Police Protection) তাঁদের বগটুই গ্রামে ফিরিয়ে আনা হয়। এমনকি, তাঁদের আলাদা তাঁবুতে রাখার ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন- Birbhum Violence: ডিজির নির্দেশে বাড়ানো হল নিরাপত্তা, এখনও থমথমে বীরভূমের 'অখ্যাত' বগটুই
কিন্তু মুখ্যমন্ত্রী এসে মৃতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বললেও ভাদুর পরিবারের সঙ্গে দেখা করেননি বলেই অভিযোগ। বগটুই গ্রাম থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সোজা রামপুরহাট(Rampurhat) মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ হয়ে আহতদের দেখতে চলে যান।