আলিপুরদুয়ারের ঘূর্ণিঝড় কবলিত বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার গভীর রাত পর্যন্ত জলপাইগুড়ির বিভিন্ন এলাকা ঘুরে দেখে আহতদের সঙ্গে কথা বলেন। এরপর সোমবার দুপুরে জলপাইগুড়ি থেকে হেলিকপ্টারে আলিপুরদুয়ারের পৌঁছন তিনি।
Read More- আজও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি, জলপাইগুড়ি-সহ ৩ জেলায় জারি কমলা সতর্কতা
রবিবার বিকালে প্রবল ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় জলপাইগুড়িতে। পাশাপাশি আলিপুরদুয়ারের একাধিক জায়গাতেও ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে বাড়ি, গাছ। ক্ষতিগ্রস্থ হয়েছে জমির ফসল। সেই পরিস্থিতি ক্ষতিয়ে দেখতেই আলিপুরদুয়ার গিয়েছেন মুখ্যমন্ত্রী।
ওই ঝড়ে এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক। তাঁদের ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। রবিবার রাত ৯টা নাগাদ বাগডোগরা পৌঁছে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।