SSKM-হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত ৯টা ৪৬ নাগাদ তিনি কালীঘাটের উদ্দেশে রওনা দেন। CT স্ক্যান করা হয়েছে মুখ্যমন্ত্রীর। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে বাড়িতেই পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপালে ও নাকে চোট লাগে। দ্রুত তাঁকে ভর্তি করা হয় SSKM হাসপাতালে।
মুখ্যমন্ত্রী দেখতে SSKM হাসপাতালে পৌঁছে গিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতা। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা জানতে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও ফোন করে খোঁজখবর নিয়েছেন। এছাড়াও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও টুইট করেছেন। টুইট করে আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।