সঙ্গীর সঙ্গে বসে আড্ডা দিতে চান! কখনও চা বা কখনও কফিতে চুমুক! সঙ্গে থাকবে কাঞ্চনজঙ্ঘা। এমনই মুহূর্তে উপভোগ করতে পারবেন এবার বাঙালি। দার্জিলিংয়ে এবার ক্যাফে হাউজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে কাটালেন বেশ কিছুক্ষণ।
শিল্পপতি সত্যম রায় চৌধুরীর এই ক্যাফে নিয়ে বেশ আশাবাদী মুখ্যমন্ত্রী। গতবার পাহাড় সফরেই এই ক্যাফের নামকরণও করেন তিনি। কলকাতার কফি হাউজের আদলে এর নাম ক্যাফে হাউজ। মঙ্গলবার সেই কফি হাউজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ছিলেন মালিক সত্যম রায় চৌধুরী ও মন্ত্রী অরূপ বিশ্বাস।
আরও পড়ুন: ২০০ একর জমিতে শিল্পনগরী, তৈরি হবে কর্মসংস্থান, পাহাড়কে শান্ত রাখার বার্তা মুখ্যমন্ত্রী
জানা গিয়েছে, এই ক্যাফেতে থাকবে চা, কফি, স্ন্যাক্স। স্ন্যাক্সের মধ্যে কুকিজ, কেক, পেস্ট্রি, ফিশ ফ্রাই, ফিস ফিঙ্গারও থাকবে। সঙ্গে আকর্ষণ থাকছে বই। চা বা কফিতে চুমুক দিতে দিতে পছন্দের বইয়ের পাতা উল্টাতে পারবে বাঙালিরা।