তিনদিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। মেদিনীপুর কলেজ মাঠের এই মঞ্চ থেকেই পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সাধারণ মানুষের হাতে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি। পাশাপাশি, আরও একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ওই মঞ্চ থেকেই পড়ুয়াদের সাইকেল বিলির(Sabuj Sathi Cycle) কথাও রয়েছে তাঁর।
তবে এই জেলা সফরে শুধু মেদিনীপুর নয়, পুরুলিয়া-বাঁকুড়াতেও(Purulia-Bankura) যাবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার মেদিনীপুর কলেজ মাঠের কর্মসূচি থেকে হেলিকপ্টারে পুরুলিয়ার উড়ে যাবেন মমতা। ওইদিন দুপুরেই পুরুলিয়ার হুটমুরা মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)।
আরও পড়ুন- Bengal DA Hike : রাজ্য বাজেটে তিন শতাংশ ডিএ ঘোষণা, মার্চ থেকে বেতনের সঙ্গে বর্ধিত ডিএ