পাহাড় সফর সেরে সমতলে ফেরার আগে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সঙ্গে সময় কাটালেন মুখ্যমন্ত্রী। জানালেন, পাহাড়ের মানুষ বারবার তাঁকে বারবার কাছে টেনে নিয়েছেন।
এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে বিশেষ হেলিকপ্টারে আলিপুরদুয়ারে যান মুখ্যমন্ত্রী। তাঁর সফরকে ঘিরে ডুয়ার্সকন্যা থেকে পিডব্লিউডি মোড় পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়। এদিন বিকেলে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে কর্মসূচি আছে মুখ্যমন্ত্রীর। সরকারি সুবিধা দান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। শনিবার রাতে আলিপুরদুয়ারে সার্কিট হাউজে থাকবেন মুখ্যমন্ত্রী।