কাজ ফেলে রাখার আর কোনও সময় নেই। কারণ, যে কোনও দিন রাজ্য়ে ঘোষণা হতে পারে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ। বুধবার দুর্গাপুরে দুই বর্ধমানে প্রশাসনিক বৈঠকে এই ঘোষণা করে রাজ্যে পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি কার্যত দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বুধবার জিটিএ-সহ শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং ৬টি পুরসভার ৬টি ওয়ার্ডের উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। পাহাড়ে জিটিএ নির্বাচন ১০টি আসনে লড়াই করে পাঁচটিতে জিতেছে তৃণমূল। পাহাড়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা। একইসঙ্গে পুরনিগম জয়ের পর এবার এই প্রথম শিলিগুড়ি মহকুমা পরিষদেও জয়ী তৃণমূল। ৩৩ বছর পর শিলিগুড়ি মহকুমা পরিষদ হাতছাড়া হয়েছে বামেদের। এই পরিস্থিতিতে রাজ্যে পঞ্চায়েত ভোট দিন ঘোষণা নিয়ে ফের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, দ্রুত রাস্তার কাজ শেষ করতে হবে। দরকারে মাথায় ইট নিয়ে গিয়ে রাস্তা করতে হবে। কারণ মানুষ রাস্তা দেখেই ভোট দেন।
তিনি বললেন, ‘‘গ্রামীণ রাস্তা খারাপ থাকলে কেউ ভোট পাবেন না। এটা মাথায় রাখবেন।’’ এ কথা বলতে গিয়েই মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘‘মাথায় করে ইট বয়ে দেবেন। দরকার হলে আমাকে ডাকবেন। আমি আগে এ রকম করেছি।’’
মুখ্যমন্ত্রীর নির্দেশ, পঞ্চায়েত ভোট পর্যন্ত জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি বরাদ্দ টাকায় রাস্তার কাজ করবে। এবং তাদের যে সমস্ত অন্যান্য কাজ করার কথা, তা রাজ্য সরকার দেখবে। মমতা বলেন, ‘‘আপনাদের অন্য কাজ করতে হবে না। এখন শুধু রাস্তাটা করুন। অর্ধেক টাকায় রাস্তা করুন। বাকি টাকা অন্য খাতে খরচ করবেন।’’