বাড়ির কালীপুজোয় নিজে দাঁড়িয়ে তত্ত্বাবধান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোহিতের কাছে গিয়ে জোগাড় করতে দেখা যায় তাঁকে। শনিবার রাতেই নিজের বাড়ির প্রতিমার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী। পুজোর ভোগ, রান্না থেকে যাবতীয় আয়োজন নিজের হাতেই সারেন।
এই একটা দিন, মুখ্যমন্ত্রী বা দলনেত্রী নন। বাড়ির মেয়ের মতো শ্যামাপুজোর আয়োজন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও পুজোর আয়োজন, জোগাড় সবই সারলেন। এদিন মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে অতিথি আপ্যায়নও করেন। এবার মুখ্যমন্ত্রীর বাড়িতে আমন্ত্রিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। আসবেন রাজ্যের মন্ত্রী, আমলা, পুলিশকর্তারা। চলচ্চিত্র জগতের কলাকুশলীরাও আসবেন মুখ্যমন্ত্রীর বাড়িতে।
জানা গিয়েছে, এবার মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোর ভোগে থাকবে খিচুড়ি, লাবড়া, আলু-বেগুনের মতো পাঁচরকম ভাজা, চাটনি ও পায়েস। নিরাপত্তার কড়াকড়ি থাকলেও এদিন সবার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে অবারিত দ্বার।