"মধ্যরাতে গ্রামের মানুষ অচেনা কাউকে দেখলে যা হয়। যেটা হওয়ার, তাই হয়েছে।" ভূপতিনগরে কেন্দ্রীয় এজেন্সি NIA-এর উপর আক্রমণ নিয়ে প্রতিক্রিয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর দাবি, বিজেপিকে 'সাপোর্ট' দিতেই এই কাজ করছে NIA। NIA আধিকারিকদের উপর হামলা নিয়ে তৃণমূল সুপ্রিমোর দাবি, নির্বাচনের আগে কেন গ্রেফতার করবে!
শুক্রবার গভীর রাতে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে ২ অভিযুক্তকে গ্রেফতার করে NIA। ধৃতদের নাম বলাই মাইতি ও মনোব্রত জানা। গাড়িতে আনার সময়ই গ্রামবাসীদের একাংশ NIA আধিকারিকদের গাড়িতে হামলা করে বলে অভিযোগ। শনিবার সকালে তাঁদের গ্রেফতার করে কলকাতা আনা হয়।