শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে কাটছাঁট। CAA-র প্রতিবাদে মিছিলও বাতিল। ফুলবাড়ির পরিষেবা প্রদান সভাও বাতিল। বুধবার উত্তরকন্যায় সভা সেরেই কলকাতা ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবড়ার সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। CAA নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। এরপরই উত্তরবঙ্গ যান মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতেও সভা করেন তৃণমূল সুপ্রিমো। সেই মঞ্চেও CAA নিয়ে সরব হন। এই মঞ্চ থেকেই মন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করেন বুধবার এর প্রতিবাদে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তিনি ফুলবাড়িতে সভা করবেন।
এই ঘোষণার পরই পুলিশ আধিকারিকরা। রাস্তা দিয়ে যান চলাচল করবে, কোন রাস্তা দিয়ে করবে না, তা সবটাই খতিয়ে দেখেন পুলিশ কর্তারা। এর কিছুক্ষণ পরই জানিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রীর প্রতিবাদ সভা বাতিল করে দেওয়া হচ্ছে। ফুলবাড়ির সরকারি প্রদান সভাও বাতিল করে দেওয়া হচ্ছে। উত্তরকন্যা অডিটোরিয়ামে ছোট করেই সরকারি অনুষ্ঠান করবেন মুখ্যমন্ত্রী।