মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র চুরি! এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে প্রশাসনিক মহলে।
কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে অসম থেকে ফেরার পথে ট্রেনে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র খোয়া যাওয়ার বড় অভিযোগ উঠল। কলকাতা পুরভোটে বিপুল জয়ের পর কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে ফিরছিলেন তাঁর ৮ জন নিরাপত্তারক্ষী। পুলিশ সূত্রে খবর, নিউ কোচবিহার স্টেশনের কাছে এক পুলিশ কর্মী শৌচাগারে যান। অভিযোগ, তখনই খোয়া যায় তাঁর ব্যাগ।
পুলিশ ব্যাগে ছিল দুটি গ্লক পিস্তল ও ১০ রাউন্ড গুলি। গোটা বিষয়টি নিউ কোচবিহার জিআরপি-কে জানানো হয়। পরে রেললাইন থেকে খোয়া যাওয়া ব্যাগ উদ্ধার হলেও, মেলেনি আগ্নেয়াস্ত্র ও গুলি। পুলিশের সন্দেহের তালিকায় রয়েছেন এক যাত্রী। কারণ, ব্যাগ খোয়া যাওয়ার পর থেকে খোঁজ মিলছে না ওই যাত্রীর।
খোদ মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র চুরির ঘটনা কার্যত নজিরবিহীন!