ঝাড়গ্রামে এবার টাইগার সাফারি চালু করার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ঝাড়গ্রামে আরও পর্যটক টানতে এই উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।
কী বলেছেন মুখ্যমন্ত্রী?
ঝাড়গ্রামের একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, "আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে। তাইতো? আমি আগামী দিনের জন্য, টুরিস্ট অ্য়াট্রাকশনের জন্য চিড়িয়াখানার উল্টোদিকে যে ৬৪ একর জমি রয়েছে তাতে একটা টাইগার সাফারি চালু করব ১০ কোটি টাকা দিয়ে। যাতে অনেক টুরিস্ট আসে এবং দেখতে পায়।"
এর পাশাপাশি সেল্ফ হেল্প গ্রুপের সদস্যদের আর্থিক উন্নতিরও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, প্রতি জেলায় ১ একর করে জমি অধিগ্রহণ করা হয়েছে। সেখানে একাধিক তল বিশিষ্ট শপিং কমপ্লেক্স তৈরি করা হবে। যার মধ্যে দুটি তল সম্পূর্ণভাবে দেওয়া হবে সেল্ফ হেল্প গ্রুপের সদস্যদের। তাঁরা উৎপাদিত বিভিন্ন সামগ্রী সেখানে বিক্রি করতে পারবেন।