প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে খেলাশ্রী প্রকল্পের আওতায় ক্রীড়াবিদদের সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অফিসারদের বিশেষ সম্মানে ভূষিত করেন।
কত টাকার সম্মাননা দেওয় হল?
বৃহস্পতিবার খেলাশ্রী ও শৌর্য পুরস্কার প্রদান করা হয়। মোট ৩২২ জন ক্রীড়াবিদকে সম্মাননা জানানোর বিষয়ে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, মোট ৬ কোটি, ৪২ লাখ ৫০ হাজার টাকার সম্মাননা দেওয়া হয়েছে।
এর পাশাপাশি ১৫৬৭ জন অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে এক হাজার টাকা করে সাম্মানিক দেওয়ার কথাও ঘোষণা করেন। গত বছরের ১ সেপ্টেম্বর থেকে ওই সাম্মানিক অর্থ দেওয়া হবে। এবং বিগত চার মাসের টাকা একবারেই দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।