এবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে ব্যবসায়ী জিত্তিভাইয়ের ছবি দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত সপ্তাহে বালিগঞ্জে হানা দিয়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছবি টুইট করেন শুভেন্দু অধিকারী। এবার তারই পাল্টা ছবি দেখালেন মুখ্যমন্ত্রী।
বিবেক মেলার মঞ্চ থেকে দুদিন আগেই জিত্তিভাইয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি দেখান কার্তিক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, একুশের ভোটের আগে তাঁর ভাই আর ভাইয়ের বউকে বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল বিজেপি। কিন্তু তাঁরা যাননি।
আরও পড়ুন: রাজ্যে মুখ্য তথ্য কমিশনার নিয়োগের বৈঠক, বুধবার বিধানসভায় মুখোমুখি মমতা-শুভেন্দু
এদিন বিধানসভায় নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গও টানেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নন্দীগ্রামে যখন গিয়েছিলেন, তখন ওরা লক্ষ্মণ শেঠের সঙ্গে সেটিং করছিলেন।