শুরু হল 'সরাসরি মুখ্যমন্ত্রী' প্রকল্প। সোম থেকে শনি, সকাল ১০-৬টা পর্যন্ত ফোন করে মুখ্যমন্ত্রীকে (Chief Minister) অভিযোগ জানাতে পারবেন রাজ্যবাসী। নবান্নের সাংবাদিক বৈঠকে অভিযোগ জানানোর ফোন নম্বরও দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে 'দুয়ারে সরকার, 'পাড়ায় পাড়ায় সমাধান' ইতিহাস তৈরি করে। আমাদের মনে হয়েছিল, অনেক কাজ নিচুতলায় পড়়ে থাকে। কোনও সমাধান হয় না। যেগুলো একটু চেষ্টা করলেই হতে পারে। আগে পার্টি থেকে 'দিদিকে বলো' (Didike Bolo) বলে করেছিলাম। এটা পলিটিক্যাল নয়, এটা সরকারের 'সরাসরি মুখ্যমন্ত্রী' (Sorasori Mukhyomantri) নামে একটি নতুন কর্মসূচি।"
আরও পড়ুন: কালিয়াগঞ্জ ইস্যুতে রাজ্যকে ভর্ৎসনা, CBI তদন্তের হুঁশিয়ারি বিচারপতি মান্থার
কীভাবে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাতে হবে, তাও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "বাংলার মানুষ সরাসরি ফোন করে যার যা অসুবিধা, সেটা আমাকে জানাতে পারবেন। নম্বরটি হল ৯১৩৭০৯১৩৭০। সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই লাইন খোলা থাকবে।"