রাজ্যের বাজেট নিয়ে উত্তপ্ত বিধানসভা। বিজেপি বিধায়করা হই হট্টগোল শুরু করেন। তাঁদের থামানোর চেষ্টা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরও বিরোধীরা না থামলে বলতে শুরু করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বিজেপি বিধায়কদের কটাক্ষ করে তিনি বলেন, "এটা বিজেপির পার্টি অফিস না। এটা বিধানসভা। বাংলার মানুষের তাঁদের কাজ জানার অধিকার আছে।"
মুখ্যমন্ত্রী বলেন, "বাজেট শেষ হওয়ার পর যদি বিরোধী দলের কোনও বক্তব্য থাকে, তাঁদের স্বাধীনতা আছে। তারা সেটা নিয়ে বলতে পারে। মতামত ব্যক্ত করতে পারে। আলোচনা করতে পারে। কিন্তু এটা বিজেপির পার্টি অফিস নয়। বিজেপির রাজনীতি এখানে চলবে। মানুষের জানবার অধিকার আছে, আমরা কী কাজ করছি। আমরা ধিক্কার জানাই। এরা রাজ্যের বিরোধী। এরা বাংলা বিরোধী। অ্যান্টি বেঙ্গলি। এরা অ্যান্টি বাংলা।"