নদিয়ার প্রশাসনিক বৈঠকে PWD-এর উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সুযোগ সুবিধা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, টাকা কি হাতের মোয়া! সার্কিট হাউজের মেরামতি নিয়ে তোপ দাগেন তিনি।
কৃষ্ণনগরের ১০০ বছরের পুরনো সার্কিট হাউজ মেরামতির অর্থ নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, "পুরনো সার্কিট হাউজ ভেঙে পড়েছিল। সেই সময় ওদের ২ কোটি টাকা দেওয়া হয়েছিল। ভবন তৈরির পর দেখা গেল উপরটা ভেঙে ড়েছে। এখন বলছে আরও ৭১ লক্ষ টাকা চাই। টাকা যেন হাতের মোয়া। মেঘ দে, পানি দে-র মতো টাকা দে। যারা এই কাজ করছে, তাদেরকেই ঠিক করতে হবে। সার্কিট হাউজ সরকারের মুখ। তাই যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"
বুধবার কৃষ্ণনগরে কর্মীসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন তিনি। বৃহস্পতিবারও প্রশাসনিক বৈঠক থেকে নাকা চেকিং বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী বলেন, "বিহার থেকে একহাজার টাকায় অস্ত্র চলে আসছে। বিডিও থেকে আইসি, ক্লার্ক সবাই আমরা পরিবারের সদস্য। উত্তরবঙ্গকে ছিন্নভিন্ন করতে বর্ডার থেকে অস্ত্র আসছে।"