সুন্দরবন সফরে দ্বিতীয় দিন লঞ্চ চালালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়। বুধবার খোশমেজাজেই ছিলেন তিনি। ইছামতীতে লঞ্চ করে সুন্দরবনের উপকূল এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। যাওয়ার সময়ই লঞ্চ চালান তিনি।
চালকের কেবিনে বসে মুখ্যমন্ত্রী লঞ্চ চালানোর ইচ্ছাপ্রকাশ করেন। তারপরই দেখা যায়, পেশাদার চালকের মতো লঞ্চ চালাচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রীকে লঞ্চ চালাতে দেখে কেবিনে আসেন সরকারি আধিকারিকরাও। প্রসঙ্গত, এর জেলা শপরে যাওয়ার পথে চায়ের দোকানে গাড়ি থামিয়ে চা বানিয়েছেন। দোকানে তেলেভাজা ভাজতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
আরও পড়ুন: উপকূলবাসীর সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর, মেনুতে ভাতের সঙ্গে ওল আর ট্যাংরা মাছের ঝোল
মঙ্গলবার হিঙ্গলগঞ্জের অনুষ্ঠানে সরকারি আধিকারিকদের কাজে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বুধবার বেশ খোশমেজাজেই দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।