বুধবার সারপ্রাইজ ভিজিটে স্বরাষ্ট্র দফতরে মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, দুপুর সাড়ে ১২টায় ওই দফতরে হাজির ছিলেন মাত্র ২৫ শতাংশ কর্মী। আচমকা মুখ্যমন্ত্রীর আগমনে হকচকিয়ে যান তাঁরা। ১০-১২ মিনিট সেখানে থাকার ১৪ তলায় নিজের অফিসে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৎপরতা দেখা যায় অন্যান্য দফতরের কর্মীদের মধ্যেও। উল্লেখ্য, ২০১৩ সালে সরকারি দফতর মহাকরণ থেকে নবান্নে স্থানান্তরের পর কখনও স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে যাননি মুখ্যমন্ত্রী। ঘটনার আকস্মিকতা মনে করিয়ে দিয়েছে বাম জমানার কথা।
একসময় মহাকরণের বিভিন্ন দফতরে হাজিরা নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর গলায় আক্ষেপ শোনা গিয়েছিল। এরপর সরকার বদলালেও যে সরকারি দফতরের হাল আদৌও ফেরেনি, তা এদিনের ঘটনাতেই স্পষ্ট হয়ে গেল বলে মত রাজনৈতিক মহলের।
আরও পড়ুন- Kaustav Bagchi: আপাতত কোনও পদক্ষেপ নয়, কৌস্তুভ বাগচীর বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশ হাই কোর্টের
বুধবার মুখ্যমন্ত্রী নবান্নে আসতেই নিরাপত্তারক্ষীরা বুঝতে পারেন একবারে নিজের দফতরে যাবেন না তিনি। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে নিরাপত্তারক্ষীরা তাঁকে নিয়ে যান ওই দফতরে।