বৃহস্পতিবার আদর্শ আচরণ বিধি তুলে নিয়েছে নির্বাচন কমিশন। নবান্নে সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। ভোটের পর রাজ্যে যে সব প্রশাসনিক কাজ আটকে আছে, তা খতিয়ে দেখতেই এই বৈঠক।
ওই বৈঠকে প্রত্যেক মন্ত্রী ও সব জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, সব দফতরের সচিব ও প্রধান সচিবদের ডাকা হয়েছে। মার্চের শেষ থেকে ভোটের প্রচারে গোটা রাজ্যে ঘুরতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। এবার প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের আগামী পরিকল্পনা ঠিক করবেন মুখ্যমন্ত্রী।
ভোট ঘোষণা হওয়ার পর দুবার রাজ্য পুলিশের ডিজি বদল করা হয়েছিল। তা ছাড়া একাধিক জেলাশাসক, থানার আইসি-কেও সরিয়ে দিয়েছিল কমিশন। একাধিক প্রচারে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ভোট মিটলে অপসারিত অফিসার, আমলাদের পুরনো জায়গায় ফিরিয়ে আনবেন তিনি। তাই ওই বৈঠকের আগেই কৌতূহল তৈরি হয়েছে। রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারকে ফিরিয়ে আনা হবে কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।