কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার খবর পেতেই তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি জানিয়েছেন, ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন জেলাশাসক, পুলিশ সুপার এবং বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।
কী লিখেছেন মুখ্যমন্ত্রী?
নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, " ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে আমি শোকাহত। দার্জিলিংয়ের ফাঁসিদেওয়া-তে ওই দুর্ঘটনাটি ঘটেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে একটি মালগাড়ি ধাক্কা মেরেছে। উদ্ধারকাজে জেলাশাসক, পুলিশ সুপার, ডাক্তার, অ্যাম্বুল্যান্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সেখানে পৌঁছে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।"
কী ঘটেছে?
সোমবার সকালে আগরতলা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে একটি মালগাড়ি। ঘটনায় দুটি বগি পুরোপুরি উল্টে গিয়েছে। কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানি স্টেশনে।