পঞ্জাব সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ ফেব্রুয়ারি ১০০ দিনের বকেয়া মিটিয়েই তিনি পঞ্জাবের উদ্দেশে রওনা দেবেন। তাঁর সঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের দেখা হওয়ার কথা রয়েছে।
কোথায় কোথায় যাবেন?
সূত্রের খবর, ২১ ফেব্রুয়ারিই পঞ্জাবের স্বর্ণমন্দিরে পুজো দিতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়াও অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। রাজনৈতিক মহলের মত, দিল্লি-পঞ্জাব সীমানায় চলতে থাকা কৃষক আন্দোলন আরও জোরদার করা নিয়ে আলোচনা হতে পারে।
আসন্ন লোকসভা ভোটে একলা চলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে পঞ্জাবের আপ সরকারের তরফেও আসন বণ্টন নিয়েও নিজেদের মনোভাব জানিয়ে দেওয়া হয়েছে। ফলে লোকসভা নির্বাচনের আগে পাঞ্জাবে মুখ্যমন্ত্রীর যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
অক্সফোর্ড যাবেন মুখ্যমন্ত্রী
অন্যদিকে জুন মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। এছাড়াও লন্ডন স্কুল অফ ইকোনমিক্সেও মুখ্যমন্ত্রী যাবেন বলে জানিয়েছেন।