বাংলার নতুন বছর, নতুন শুরু । ১৪৩০ বঙ্গাব্দের শুভ সূচনায় শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাংলার মানুষের মধ্যে শান্তি-সম্প্রীতি-সৌহার্দের বন্ধন অটুট থাকুক, এটাই তাঁর কামনা । সবাইকে শুভনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী । উল্লেখ্য, শুক্রবারই কালীঘাটে পুজো দিয়ে নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিন মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তায় লেখেন, "নতুন বছরের পূণ্য আলোর দ্যুতিতে আলোকিত হোক আপনাদের সকলের জীবন । শান্তি-সম্প্রীতি-সৌহার্দের বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ । সবাইকে শুভনন্দন ।" পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ।
শুক্রবার সন্ধেবেলায় সকলের মঙ্গলকামনায় কালীঘাটে পুজো দেন মুখ্যমন্ত্রী । এদিন, কালীঘাট মন্দিরে নিজের হাতে মায়ের আরতি করেন তিনি । শাড়ি এবং অন্যান্য পুজোর সামগ্রী দিয়ে পুজো দেন । মন্দির চত্বরে ঘুরে ঘুরে পুজো দিতে দেখা যায় তাঁকে । পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশের জন্য, বাংলার জন্য সর্বোপরি বিশ্বের সকলের মঙ্গলের জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।