পশ্চিম বর্ধমানের রানিগঞ্জও আগামীর জোশীমঠ হতে পারে। মেঘালয় উড়ে যাওয়ার আগে এই আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জেরে ক্ষতির সম্মুখীন হবেন প্রায় ২০ থেকে ৩০ হাজার মানুষ। কোলিয়ারির ফাটলের জেরে রানিগঞ্জ এলাকার আসন্ন বিপদ নিয়েও কার্যত চুপ কেন্দ্র, এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রীর।
মঙ্গলবার দমদমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি কেন্দ্র ও কোল ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন্দ্রের তরফে কয়লা খনিগুলির দিকে নজর থাকলেও এলাকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে কোনও খোঁজ নেই। রানিগঞ্জে প্রায়ই ধস নামলেও কোনও হুঁশ নেই কেন্দ্রের, অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি আরও জানান, এই ব্যাপারে বহুবার কেন্দ্রকে চিঠি দেওয়া হলেও লাভ হয়নি।
আরও পড়ুন- India Vs New Zeland : সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাদ গেলেন এই ভারতীয় ব্যাটার
অবিলম্বে পরিত্যক্ত খনিগুলিকে বন্ধের পাশাপাশি এবং ধস-কবলিত এলাকার বাসিন্দাদের পুনর্বাসন দেওয়ার পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। তাঁর আরও দাবি, রাজ্য নিজেদের সাধ্যমতো টাকা দিয়ে এলাকার উন্নয়নের চেষ্টা করছে।