রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সোমবার এর কারণ ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পঞ্চায়েতের বোর্ড গঠন না হওয়ার জন্যই সমস্যা হচ্ছে। কারণ কোনও পঞ্চায়েত কাজ করতে পারছে না।
এদিকে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিধানসভায় বিস্তারিত আলোচনা চেয়েছিল বিজেপি। কিন্তু সেই দাবি খারিজ হয়ে যাওয়ায় বিধানসভা কক্ষে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। নেতৃত্ব দেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Read More- ডেঙ্গি রুখতে আরও কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, আক্রান্তদের রক্তের নমুনা যাবে নাইসেডে
দিন দিন উদ্বেগ বাড়ছে ডেঙ্গি। শুধুমাত্র জুলাই মাসেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। সোমবার অধিবেশন শুরু হওয়ার পর আলোচনা চেয়ে প্রস্তাব জমা দেয় বিজেপি। কিন্তু তা খারিজ হতেই বিধানসভার কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কিছুক্ষণ ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর পর ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।